ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

৫৩৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার রিজিওন রামু সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে আটক ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করছে। বুধবার (২০ জানুয়ারি) কক্সবাজার রিজিয়নের মাঠে এসব মাদক ধ্বংস কর্মকাণ্ডের উদ্ধোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে থাকবেন, বিজিবির মহা-পরিচালক মো.সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।


গেল তিন বছরের কক্সবাজারের রামু সেক্টরের অভিযানে আটক ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেটন। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।


যার মধ্যে, মালিকসহ আটক করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেন্সিডিল। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ কেজি গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেন্সিডিল।

ads

Our Facebook Page